kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

'প্রথমে বলা হলো ঘরে থাকতে, একটু পরেই বলা হয় বেরিয়ে যেতে'!

অনলাইন ডেস্ক   

১১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:১১ | পড়া যাবে ২ মিনিটে'প্রথমে বলা হলো ঘরে থাকতে, একটু পরেই বলা হয় বেরিয়ে যেতে'!

ছবি : এএফপি

করোনা সংক্রমণের কারণে ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট বাতিল হয়ে গেছে। গতকাল শুক্রবার ভারতীয় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা দুটি বার্তা সবাইকে বিভ্রান্ত করে দেয়। প্রথমটিতে লেখা হয়েছে, 'ম্যাচ বাতিল। সবাই নিজের ঘরে থাক'। একটু পরেই আসে দ্বিতীয় বার্তা। সেখানে লেখা, 'আমাদের পক্ষে ব্রেকফাস্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। তোমরা চাইলে বাইরে রেস্তোরাঁয় গিয়ে খেয়ে আসতে পার'।

ভারতীয় দল শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে খেয়েছিল কি-না তা জানা যায়নি। বৃহস্পতিবার ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত বলে জানা যায়। তার সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মা। শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, 'করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ভারতীয় দল খেলতে নামতে পারবে না। সমর্থকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। অনেকেই হতাশ হবেন, অসুবিধায় পড়বেন।'

ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে জানানো হয়, ম্যানচেস্টার টেস্ট স্থগিত। কবে সেই ম্যাচ খেলা হবে তা নিয়ে আলোচনা করতে ইংল্যান্ড যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী। এর আগে চতুর্থ টেস্ট চলাকালীন জানা যায় করোনা আক্রান্ত ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হন ভরত অরুণ, আর শ্রীধর এবং নিতিন পটেল। তারা সবাই লন্ডনের একটি হোটেলে আইসোলেশনে আছেন। সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।সাতদিনের সেরা