kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

পিএসজি দলে নুনো

অনলাইন ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেপিএসজি দলে নুনো

দল-বদলের শেষ দিনে নতুন এক তারকার সঙ্গে চুক্তি করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সার্জিও রামোস-লিওনেল মেসিদের পর এবার প্যারিসে আসলেন নুনো মেন্ডেস।

এক মৌসুমের জন্য ধারে স্পোর্টিং লিসবন থেকে পিএসজিতে যোগ দিয়েছেন পর্তুগিজ ফুল-ব্যাক নুনো। এই চুক্তিতে ৩৪ মিলিয়ন পাউন্ডে স্থায়ী চুক্তি করার অপশনও রেখেছে পিএসজি অন্যদিকে, পিএসজি থেকে এক বছরের জন্য ধারে স্পোর্টিং লিসবনে গেছেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার পাবলো সারাবিয়া।

নুনো স্পোর্টিং লিসবনের হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন। জিতেছেন পর্তুগিজ লিগ শিরোপা ও গত মৌসুমে জিতেছেন লিগ কাপ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন থাকলেও আপাতত পিএসজিতে থাকছেন। স্প্যানিশ জায়ান্টদের দেওয়া প্রস্তাব গ্রহণ করেনি ফরাসি জায়ান্টরা।সাতদিনের সেরা