kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

মেসি-নেইমারের সঙ্গে পিএসজিতেই থাকছেন এমবাপ্পে?

অনলাইন ডেস্ক   

৩০ আগস্ট, ২০২১ ০৭:৫৭ | পড়া যাবে ১ মিনিটেমেসি-নেইমারের সঙ্গে পিএসজিতেই থাকছেন এমবাপ্পে?

কিলিয়ান এমবাপ্পে পিএসজিতেই থাকবেন নাকি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, সেই ধোঁয়াশা এখনো কাটেনি। রিয়াল যদিও তাকে বরণের প্রস্তুতি নিয়ে রেখেছে, তবে গতরাতের লিগ ম্যাচেও পিএসজির হয়ে মাতিয়েছেন ফরাসি এই তারকা।

লিওনেল মেসির অভিষেকের এই ম্যাচটিতে এমবাপ্পে, নেইমাররা খেলেছেন। পিএসজির ২-০ গোলের জয়ের ম্যাচে দুইটি গোলই করেছেন এমবাপ্পে। এই ম্যাচের স্কোয়াডে এমবাপ্পেকে রাখার ব্যাপারে পচেত্তিনোর যুক্তি, ‘সে তো আমাকে ক্লাব ছাড়ার কথা বলেনি। আর এ বিষয়ে আমাদের ক্লাব ম্যানেজমেন্ট তাদের আগের অবস্থানেই আছে।’

দলবদলের বাকি আর দুই দিন। এমবাপ্পে পিএসজি ছাড়তে হলে ৩১ আগস্টের মধ্যেই ছাড়তে হবে। ফরাসি তারকাকে নিয়ে কী নাটক এখনো বাকি, সেটাই দেখার অপেক্ষা। এদিকে এমবাপ্পে চলে গেলে পিএসজি আর্লিং হালান্ডকে নেবে বলে যে গুঞ্জন, তা উড়িয়ে দিয়েছেন ডর্টমুন্ড পরিচালক মিশেল জোর্ক।সাতদিনের সেরা