kalerkantho

বৃহস্পতিবার । ১ আশ্বিন ১৪২৮। ১৬ সেপ্টেম্বর ২০২১।৮ সফর ১৪৪৩

কোহলির বদলে ব্যাটিংয়ে এক ভক্ত! টেনেহিঁচড়ে বের করা হলো (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৮ আগস্ট, ২০২১ ১০:১০ | পড়া যাবে ১ মিনিটেকোহলির বদলে ব্যাটিংয়ে এক ভক্ত! টেনেহিঁচড়ে বের করা হলো (ভিডিও)

লর্ডস টেস্টের তৃতীয় দিন ভারতের হয়ে ফিল্ডিং করতে মাঠে নেমেছিলেন উন্মাদ ভক্ত জার্ভো। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টেও মাঠে নেমে গেলেন তিনি, তবে এবার ব্যাটসম্যান হয়ে। ইংল্যান্ডের নাগরিক জার্ভো ভারতীয় ক্রিকেট দলের বড় ভক্ত।

লিডস টেস্টে চাপে রয়েছ ভারত। দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে রোহিত শর্মার বিদায়ের পর মাঠে নামার কথা অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হেলমেট-প্যাড পরে ব্যাট নিয়ে মাঠে হাজির হয়ে যান জার্ভো। মাঠে প্রবেশের পর নিরাপত্তারক্ষীরা টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করেছেন জার্ভোকে।

জার্ভোর এমন পাগলামি নতুন নয়। এর আগে অন্যান্য ক্রীড়া ইভেন্টেও ৬৯ নম্বর জার্সি পরে মাঠে ঢুকে যেতে দেখা গেছে তাকে। নতুন করে তার মাঠে নামা নিয়ে টুইটার মজেছে রসিকতায়। তবে ভারতীয় ভক্তরা অবশ্য খুব বেশি স্বস্তিতে নেই। ২ উইকেটে ২১৫ রানে তৃতীয় দিন শেষ করলেও এখনো ১৩৯ রানের পিছিয়ে রয়েছে কোহলির দল।সাতদিনের সেরা