kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

'বাংলাদেশের ড্রেসিংরুমে খুব ভালো একটা পরিবেশ আছে'

অনলাইন ডেস্ক   

২৭ আগস্ট, ২০২১ ১৫:৪৭ | পড়া যাবে ২ মিনিটে'বাংলাদেশের ড্রেসিংরুমে খুব ভালো একটা পরিবেশ আছে'

ছবি : বিসিবি

বাংলাদেশের ড্রেসিংরুম নিয়ে নেতিবাচক খবর কমই আসে মিডিয়ায়। মাশরাফি বিন মুর্তজার আমলে ড্রেসিংরুম জমজমাট থাকত। এখনও পরিবেশ খুব একটা খারাপ নয়। বিশেষ করে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পর থেকে ড্রেসিংরুমের পরিবেশ বেশ 'স্বাস্থ্যকর'। এমনটাই শোনালেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

দলের আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আজ শুক্রবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সোহান বলেন, 'আমার কাছে মনে হয়, শেষ দুইটা সিরিজে আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। বাংলাদেশের ড্রেসিংরুমে খুব ভালো একটা পরিবেশ আছে। আমরা ১৫ জন ২০ জন যতজনই থাকি না কেন, সবাই চায় যে ১১ জন মাঠে খেলছে তারা যেন ভালো করে। সবাই সবাইকে খুব হেল্প এবং সমর্থন দেয়; যেটা একটা টিম হিসেবে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ।'

সাড়ে পাঁচ বছর পর গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন সোহান। সর্বশেষ ম্যাচে অপরাজিত ৩৯ বলে ৬ চারে ৪৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেয়ে যান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি সব ম্যাচ খেলেছেন। নিজের পারফর্মেন্স নিয়ে সোহান বলেন, 'আমি সবসময় মনে করি আমার ৫০ বা একশ করার পর যদি টিম হারে, তার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারাটা অনেক বড় ব্যাপার। দলের জন্য যেটা উপকার হয় আমি সেটাই করার চেষ্টা করি, যেখানেই সুযোগ পাই না কেন।'সাতদিনের সেরা