kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

শেষ দুই সিরিজের মতো টিম পারফর্মেন্সের প্রত্যাশায় সোহান

অনলাইন ডেস্ক   

২৭ আগস্ট, ২০২১ ১৫:২৮ | পড়া যাবে ২ মিনিটেশেষ দুই সিরিজের মতো টিম পারফর্মেন্সের প্রত্যাশায় সোহান

জিম্বাবুয়ের মাটিতে তিন ফরম্যাটেই সিরিজ জয় শেষে দেশে ফিরে অস্ট্রেলিয়া বধ। টাইগারদের শেষ দুটি সিরিজ গেছে স্বপ্নের মতো। এবার সামনে নিউজিল্যান্ড। ভেন্যু সেই মিরপুর শেরেবাংলা এবং পাঁচ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ। অজিদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে দেওয়া টিম টাইগার এখন উজ্জীবিত। কিউইদের বিপক্ষে আগের দুই সিরিজের মতো টিম পারফর্মেন্সের প্রত্যাশার কথা শোনালেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

আজ শুক্রবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সোহান বলেন, 'নিউজিল্যান্ড খুব ভালো টিম। আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে। টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে। আর আমার অভিষেক যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গেই হয়েছিল, তাই একাদশে সুযোগ পেলে চেষ্টা করব শতভাগ উজার করে দেওয়ার। গত দুইটা সিরিজ আমাদের খুব ভালো গেছে। আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। নিউজিল্যান্ডের বিপক্ষেও যদি টিম হিসেবে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে।'

কয়দিন আগেই অস্ট্রেলিয়ার মতো দলকে যে কোনো ফরম্যাটে প্রথম হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ের সুখস্মৃতি এখনো সবার মনে বিদ্যমান। সোহান বলেন, 'টিম হিসেবে আমরা খুব ভালো করেছি। সত্যি কথা বলতে মুস্তাফিজ তো অসাধারণ ছিল। আর আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরীফুল সবাই অনেক ভালো সাপোর্ট দিয়েছে। মেহেদি খুব ভালো বোলিং করেছে। আমরা একটা টিম হিসেবে খেলতে পেরেছি। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আরও ভালো কিছু করব।'সাতদিনের সেরা