kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

বুমরাহর সামনে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ

অনলাইন ডেস্ক   

২৪ আগস্ট, ২০২১ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটেবুমরাহর সামনে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ

কাল থেকে হেডিংলিতে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট। এই ম্যাচেই কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেবের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেস তারকা জসপ্রিত বুমরাহর সামনে। ভারতীয় পেসার হিসেবে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন কপিল। তাকে ছাড়িয়ে যেতে বুমরাহর প্রয়োজন ৫ উইকেট।

কপিল দেবের চেয়ে কম ম্যাচ খেলে ১০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার হাতছানি বুমরাহর সামনে। ২৫টি টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট পেয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বুমরাহ খেলেছেন ২২টি ম্যাচ। পেয়েছেন ৯৫টি উইকেট। ইংল্যান্ডের মাটিতে যে ছন্দে তিনি রয়েছেন, তাতে হেডিংলি টেস্টেই এই রেকর্ড ভেঙে দিতে পারেন বুমরাহ।

নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট পেয়েছেন বুমরাহ। লর্ডসে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এই সিরিজে আরও দুটি ম্যাচ বাকি আছে। ভারতের এই পেসারের দরকার পাঁচটি উইকেট। সব মিলিয়ে ভারতীয় বোলাদের মধ্যে সবচেয়ে কম টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ১৮টি টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি।সাতদিনের সেরা