kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

স্থগিত হয়ে গেল পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজটি

অনলাইন ডেস্ক   

২৪ আগস্ট, ২০২১ ০৯:১৬ | পড়া যাবে ১ মিনিটেস্থগিত হয়ে গেল পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজটি

ছবি: গেটি ইমেজ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজটি নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিরিজটির আয়োজক ছিল আফগানিস্তান। তবে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুরোধে এই সিরিজটি স্থগিত করা হয়েছে।

তিন ম্যাচের এই সিরিজটি এ বছর আর হচ্ছে না। আগামী বছর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে সিরিজটি। আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত আফগানিস্তানে চলমান পরিস্থিতি, সম্প্রচার সুবিধার অনিশ্চিয়তা ও শ্রীলঙ্কায় চলমান করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়েছে।

সিরিজটি যে দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই শ্রীলঙ্কায় দেখা দিয়েছে করোনা মহামারী। পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে সেখানে। এরই মধ্যে দেশটিতে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

সূত্র: ক্রিকইনফোসাতদিনের সেরা