kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

আইপিএলে ফিরছেন হ্যাজলউড

অনলাইন ডেস্ক   

২২ আগস্ট, ২০২১ ১২:২১ | পড়া যাবে ১ মিনিটেআইপিএলে ফিরছেন হ্যাজলউড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন অজি পেসার জশ হ্যাজলউড। বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংস কতৃপক্ষ। করোনার কারণে স্থগিত হওয়ার আগে আইপিএলের প্রথম অংশে ছিলেন না এই অজি পেসার।

চলতি বছরের ৯ এপ্রিল আইপিএলের চতুর্দশ আসর শুরু হয়েছিল ভারতে। শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হ্যাজলউড। টানা ১০ মাস জৈব সুরক্ষায় থাকা এই পেসার বিশ্রামের জন্য সরে দাঁড়িয়েছিলেন। 

আইপিএলের বাকি অংশ এবার মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। এই আসর থেকে অনেকেই নাম প্রত্যাহার করে নিচ্ছে। প্রত্যাহার করে নেওয়া ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংখ্যাই বেশি। স্বদেশি ক্রিকেটাররা যখন আইপিএলের অংশ থেকে সরে দাঁড়াচ্ছেন, তখন প্রথম অংশে না খেলা হ্যাজলউড দ্বিতীয় অংশে খেলতে যাচ্ছেন।সাতদিনের সেরা