kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

প্যারিসে বাসা খুঁজছেন মেসি, রামোস বললেন ‘তুমি আমার বাসায় উঠো’

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২১ ১২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেপ্যারিসে বাসা খুঁজছেন মেসি, রামোস বললেন ‘তুমি আমার বাসায় উঠো’

মেসি এখন পিএসজির। বার্সেলোনায় দীর্ঘ ২১ বছর থাকার পর আর্জেন্টাইন তারকার বর্তমান ঠিকানা এখন প্যারিস। প্যারিস শহরে বাসা খুঁজছেন মেসি। এই অবস্থায় বাসা সমস্যা সমাধানে এগিয়ে আসলেন স্পেনে থাকাকালে মেসির চিরশত্রু রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস।

আর্জেন্টাইন তারকা পরিবার নিয়ে আপাতত প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে থাকছেন। যতদিন তার বাসা সমস্যা সমাধান না হচ্ছে ততদিন এখানেই থাকবেন মেসি ও তার পরিবার। হোটেল যত অভিজাতই হোক না কেন সেখানে তো আর বাড়ির স্বাদ পাওয়া যায় না। তাই সার্জিও রামোস মেসিকে বলেছেন, ‘তুমি আমার বাসায় উঠো।’

রামোস এর আগেও মেসিকে তার বাসায় উঠার প্রস্তাব দিয়েছিলেন। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি নিয়ে যখন জটিলতা চলছিল, তখন রামোস ঠাট্টা করে জানিয়েছিলেন, মেসি যদি রিয়ালে যোগ দেন, তাহলে প্রথম কয়েক সপ্তাহ মেসিকে তার বাসায় থাকতে দিতে রাজি রামোস। সেবার অবশ্য ঠাট্টা করেই বলেছিলেন রামোস। তবে এবার আর ঠাট্টা করেনি তিনি।সাতদিনের সেরা