kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

পিএসজিতে এসে যেসব আর্জেন্টাইনকে পেলেন মেসি

অনলাইন ডেস্ক   

১১ আগস্ট, ২০২১ ১৩:৪০ | পড়া যাবে ১ মিনিটেপিএসজিতে এসে যেসব আর্জেন্টাইনকে পেলেন মেসি

মেসি এখন পিএসজির। বার্সেলোনায় দীর্ঘ ২১ বছর থাকার পর আর্জেন্টাইন তারকার বর্তমান ঠিকানা এখন প্যারিস। দীর্ঘদিন বার্সায় থাকায় সেখানকার খেলোয়াড়দের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল মেসির। তবে স্পেনে এসেও বন্ধুশূন্য থাকছেন না মেসি। 

পিএসজিতেও রয়েছে মেসির অনেক বন্ধু। ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের পাশাপাশি নিজ দেশ আর্জেন্টিনার লোকজনও রয়েছেন এখানে। তারকা খ্যাতির দিক দিয়ে আর্জেন্টিনায় মেসির পরই যার অবস্থান সেই এঞ্জেল ডি মারিয়া রয়েছেন পিএসজিতে।

কোপাজয়ের আরেক বীর লিয়ান্দ্রো পারেডেসও আছেন পিএসজিতে। এছাড়া পিএসজির আক্রমণভাগের আরেক তারকা মাউরো ইকার্দির বাড়িও আর্জেন্টিনায়। দলটির কোচ মাওরিসিও পচেত্তিনোও একজন আর্জেন্টাইন। আর্জেন্টিনার হয়ে ২০টি ম্যাচ খেলা পচেত্তিনোরও অবদান রয়েছে মেসিকে পিএসজিতে আনতে।

পিএসজিতে যোগদানের আগেই পিএসজির খেলোয়াড়দের সঙ্গে মেসির ছবি ভাইরাল হয়েছিল। অবশেষে সেই ছবির মানুষগুলোর কাছেই চলে আসলেন মেসি। তবে পিএসজিতে শুধু যে মেসির বন্ধুরা রয়েছেন বিষয়টা সেরকম নয়। এ বছরই পিএসজিতে যোগ দিয়েছে স্পেনে থাকাকালে চিরশত্রু রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। এখন নতুন ক্লাবে মেসি-রামোসের সম্পর্কটা কেমন হয়- সেটাই দেখার বিষয়।সাতদিনের সেরা