kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

অনলাইন ডেস্ক   

৩ আগস্ট, ২০২১ ১১:০৫ | পড়া যাবে ১ মিনিটেযেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে কখনো জয় না পাওয়া টাইগাররা আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এছাড়া বিটিভি ও গাজী টিভিতেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।

এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে সবগুলো ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের। তাই ঘরের মাঠে এ সিরিজে ক্যাঙ্গারোদের বিপক্ষে জয়ের দেখা পেতে মরিয়া টাইগাররা।সাতদিনের সেরা