kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

মানসিক অবসাদ কাটিয়ে ফাইনালে নামছেন বাইলস

অনলাইন ডেস্ক   

২ আগস্ট, ২০২১ ১৭:১৪ | পড়া যাবে ১ মিনিটেমানসিক অবসাদ কাটিয়ে ফাইনালে নামছেন বাইলস

ছবি : এএফপি

অবশেষে টোকিও অলিম্পিকের মাঠে আবারও দেখা যাবে সিমোন বাইলসকে। মানসিক অবসাদ কাটিয়ে তিনি আবারও ফিরছেন খেলায়। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ব্যাল্যান্স বিমের ফাইনাল। সেই ফাইনালে নামতে চলছেন আমেরিকার এই জিমন্যাস্ট। আমেরিকান জিমন্যাস্টিক্স টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে।

ফাইনালে অংশগ্রহণকারী আটজন প্রতিযোগীর তালিকায় সিমোনের নাম আছে। ইউএসএ জিমন্যাস্টিক্সের করা টুইটে লেখা হয়েছে, 'মঙ্গলবার আমেরিকার হয়ে ব্যাল্যান্স বিমের ফাইনালে নামতে যাচ্ছেন সিমোনে বাইলস। সেই সঙ্গে থাকবেন সানি লি। এ দুজনকে আরও একবার দেখার জন্য সারাদেশ মুখিয়ে আছে।'

২০১৬ রিও অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন ২৪ বছরের সিমোন। এই ব্যাল্যান্স বিমে জিতেছিলেন ব্রোঞ্জ। মানসিক অবসাদ কাটিয়ে অবশেষে এবার সেই বিভাগে আরও একবার পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি। রিও অলিম্পিতে ৪টি সোনা জিতে রেকর্ড গড়ার পর থেকে তার ওপর অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু মানসিক অবসাদের জন্য টোকিও অলিম্পিক থেকে তিনি সরে যান।সাতদিনের সেরা