kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

প্রথমবার বাংলাদেশে এসে রোমাঞ্চিত : অ্যাশটন টার্নার

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২১ ১৫:৪৭ | পড়া যাবে ২ মিনিটেপ্রথমবার বাংলাদেশে এসে রোমাঞ্চিত : অ্যাশটন টার্নার

ছবি : ক্রিকইনফো

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার মূল ব্যাটসম্যানদের অধিকাংশই আসেনি। তবে তাদের বোলিং শক্তি প্রায় শতভাগ বজায় আছে। এই প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন অ্যাশটন টার্নার। তার মূল কাজ ব্যাটিং। তবে পরিস্থিতির দাবি মেটাতে বোলিংটাও করতে পারেন। সদ্য সমাপ্ত ক্যারিবীয় সফরে তিনি ব্যাটিং-বোলিং দুটোই করেছেন। সতীর্থরা বলেছে, বাংলাদেশের উইকেট নাকি উইন্ডিজের মতোই স্পিন সহায়ক। আজ মিডিয়ার সামনে তিনি জানালেন নিজের অনুভূতি।

সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী টার্নার বলেন, 'প্রথমবার বাংলাদেশে এসে আমি রোমাঞ্চিত। ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যেসব উইকেটে খেলেছি, এখানে খুব ভিন্ন কিছু হবে না। অস্ট্রেলিয়া থেকে সফরে এসে এমন অনেক উইকেটেই খেলতে হবে, যেখানে স্পিন ধরে। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাব, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।'

তিনি আরও বলেন, 'ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে, এখানে দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে। কোনো সংশয় নেই যে তারা অনেক ওভার বোলিং করবে। ঢাকায় আসার পর প্রথম তিন দিন আইসোলেশনে ছিলাম। এখনও মাঠে যাইনি। আজ বিকালে আমাদের অনুশীলন আছে। আগের সফরগুলোয় দলের কয়েকজন এই মাঠে খেলেছে। কন্ডিশন দেখতে, অনুশীলন করতে এবং মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে তুলতে মুখিয়ে আছি।'সাতদিনের সেরা