kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

'চাহারকে দেখে রশিদ খানের কথা মনে পড়ে'

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২১ ১৩:০৩ | পড়া যাবে ২ মিনিটে'চাহারকে দেখে রশিদ খানের কথা মনে পড়ে'

ভারতীয় দলের সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে বেশ কিছু তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছে। যদিও টি-টোয়েন্টি সিরিজ হেরে তাদের দেশে ফিরতে হয়েছে। অভিষিক্তদের একজন রাহুল চাহার। তার বোলিং বিশেষভাবে প্রভাবিত করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে। বিশ ওভারের সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটসহ সিরিজে মোট ৪ উইকেট নেন জুনিয়র চাহার। এছাড়াও একমাত্র ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ৩ উইকেট।

২১ বছর বয়সী এই তরুণের পারফর্মেন্সে মুগ্ধ আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, 'ভারতীয় দলে যেহেতু যুজবেন্দ্র চাহাল লেগ স্পিনার হিসাবে প্রথম পছন্দ, তাই রাহুল চাহার নিয়মিত সুযোগ পাবেন না এটাই স্বাভাবিক। বাকি স্পিনারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরের পাশপাসি বরুণ চক্রবর্তীও মিস্ট্রি স্পিনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তৎপর। তবে ভারতীয় দলের যেটুকু সুযোগ পেয়েছে, তা সম্পূর্ণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছেন চাহার।'

আকাশ চোপড়া চাহারের সঙ্গে আফগান তারকা রশিদ খানের মিল খুঁজে পান, 'চাহার প্রচণ্ড আত্মবিশ্বাসী। সে নিয়মিত সঠিক জায়গায় বল ফেলতে পারে। তার বলের গতি বেশি থাকায় পিচে পরার পর স্কিড করে। চাহারের বোলিংয়ে একটা রহস্য আছে। সে লেগ স্পিনার হলেও তার অ্যাকশনগুলো দেখে গুগলি মনে হয়। এজন্যই চাহারকে দেখে আমার রশিদ খানের কথা মনে পড়ে। আইপিএলে ভালো করলে কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ তৈরি হতে পারে চাহার।'সাতদিনের সেরা