kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

মানসিক অবসাদ

অলিম্পিকের আরও একটি ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন বাইলস!

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২১ ১১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেঅলিম্পিকের আরও একটি ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন বাইলস!

ছবি : এএফপি

কোনোভাবেই মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারছেন না সিমোনে বাইলস। সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট অলিম্পিকে আরও একটি ইভেন্ট থেকে সরে গেলেন। এখনও বাইলসের সামনে আরও একটি ইভেন্ট খেলা বাকি আছে। সেটিতে নামবেন কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবেন। অনেকেই ধরে নিয়েছেন, টোকিও অলিম্পিকে আর দেখা যাবে না এই জিমন্যাস্টকে।

আমেরিকার জিমন্যাস্টিক্স সংস্থা এক বিবৃতিতে এই কথা জানিয়ে লিখেছে, 'সিমোনে আমরা সবাই তোমার সঙ্গে আছি।' মানসিক অবসাদের কারণে গত মঙ্গলবার দলগত ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইলস। তারপর ব্যক্তিগত বিভাগগুলি থেকেও তিনি সরে যান। আপাতত শুধু বিম বিভাগ বাকি আছে। সেটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

অলিম্পিকে ৪টি সোনা জয়ী বাইলস এবার সোনা জয়ের দিক দিয়ে সর্বকালের সেরা নারী অলিম্পিয়ান হওয়ার লক্ষ্যে টোকিও অলিম্পিকে খেলতে নেমেছিলেন। কিন্তু শুরু হওয়ার আগে সব শেষ হয়ে গেল। গত মঙ্গলবার দলগত বিভাগে একটি ভল্ট দেওয়ার পরেই বসে পড়েন তিনি। তারপর থেকে বাইলসকে আর ফ্লোরে দেখা যায়নি।সাতদিনের সেরা