kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

আইপিএল

ভারত-বধের নায়ক হাসারাঙ্গাকে দলে ভেড়াতে চায় কোহলির বেঙ্গালুরু

অনলাইন ডেস্ক   

৩১ জুলাই, ২০২১ ১৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেভারত-বধের নায়ক হাসারাঙ্গাকে দলে ভেড়াতে চায় কোহলির বেঙ্গালুরু

করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ সালের আসর। ভারত থেকে সরিয়ে নিয়ে আরব আমিরাতে ফের শুরু হচ্ছে এই আসর। ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। অবশিষ্ট সেই আসরে অজি তারকা অ্যাডাম জাম্পা খেলছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। জাম্পার বদলি হিসেবে লঙ্কান স্পিনার ওয়ানিডু হাসারাঙ্গাকে দলে চায় বিরাট কোহলির দল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা সিরিজে দারুণ পারফরম্যান্স করা হাসারাঙ্গা বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে সিরিজ জিতিয়েছেন হাসারাঙ্গা। এ জন্যই তাকে পেতে চেষ্টা চালাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স কতৃপক্ষ।

কলম্বোর স্লো অ্যান্ড লো পিচে ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলা করেছেন হাসারাঙ্গা। তার সঙ্গে কথা-বার্তা পাঁকা হলে বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে এই লঙ্কানকে। অ্যাডাম জাম্পার মতো তিনিও লেগ স্পিনার। আরব আমিরাতের মাটিতে তার বোলিং কতটা কাজে দেবে তা সময়ই বলবে।সাতদিনের সেরা