kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

ধরা পড়লেন টোকিও অলিম্পিকের প্রথম ডোপপাপী

অনলাইন ডেস্ক   

৩১ জুলাই, ২০২১ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেধরা পড়লেন টোকিও অলিম্পিকের প্রথম ডোপপাপী

ছবি : এএফপি

আইনের এত কড়াকড়ির মাঝেও অলিম্পিকে ঢুকে পড়েছে ড্রাগ। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিট পেরিয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছিলেন নাইজেরিয়ান স্প্রিন্টার ব্লেসিং ওকাগবারে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ডোপ টেস্টে ধারা পড়ে গেলেন! যে কারণে তার টোকিও অলিম্পিক শেষ হয়ে গেছে। আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ)।

নিষিদ্ধ হরমোন নেওয়ার কারণে টোকিও অলিম্পিকে  ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে লং জাম্পে রুপা জয়ী ওকাগবারেকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি ১১.০৫ সেকেন্ড সময় নিয়ে হিট পার হয়েছিলেন। এআইইউ জানিয়েছে, গত ১৯ জুলাই করা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। আজ শনিবার অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি তাকে জানানো হয়েছে।

টোকিও চলতি আসরে এই প্রথম কোনো অ্যাথলেটের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার খবর এলো। টোকিও অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতেও অংশ নেওয়ার কথা ছিল ওকাগবারের। তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে এবং লং জাম্পে সোনা জিতেছিলেন। এর আগে নাইজেরিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ১০ জন নিষিদ্ধ হয়েছিল।সাতদিনের সেরা