kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

পাকিস্তান ক্রিকেটের মর্যাদাহানি করেছে উইন্ডিজ : ইনজামাম

অনলাইন ডেস্ক   

২৯ জুলাই, ২০২১ ১৪:০৫ | পড়া যাবে ২ মিনিটেপাকিস্তান ক্রিকেটের মর্যাদাহানি করেছে উইন্ডিজ : ইনজামাম

বৃষ্টিতে ধুয়ে গেছে উইন্ডিজ-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। দুই দলের সিরিজটি হওয়ার কথা ছিল ৫ ম্যাচের। কিন্তু উইন্ডিজের দাবির মুখে সেটি কমে এসেছে ৪ ম্যাচে। এর কারণ সদ্য সমাপ্ত উইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ। গত ২৩ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে করোনা ধরা পড়ে ওয়েস্ট ইন্ডিজের এক সাপোর্ট স্টাফের। যে কারণে ওই সিরিজের সূচিতে বদল আসে এবং পাকিস্তান সিরিজের একটা ম্যাচ কমানো হয়। এই বিষয়টি নিয়েই চটে গেছেন ইনজামাম উল হক।

সাবেক পাকিস্তান অধিনায়কের বক্তব্য হলো, একটা সিরিজের জন্য আরেকটা সিরিজের ম্যাচসংখ্যা কেন কমানো হবে? নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না, ওয়েস্ট ইন্ডিজের বোর্ড এমন একটা প্রস্তাব কীভাবে দিল আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই প্রস্তাবে কীভাবে রাজি হলো? কোভিডের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সূচিতে বদল আনতে হয়েছে। সেটার সঙ্গে পাকিস্তান সিরিজের সম্পর্ক কী?'

সময় বাড়িয়ে অস্ট্রলিয়া সিরিজ সম্পন্ন করলেও পাকিস্তানের ম্যাচ সংখ্যা কমিয়েছে উইন্ডিজ। এটাকে পাকিস্তানের জন্য অমর্যাদার মনে করেন ইনজামাম, 'আমি অবাক হয়ে গেছি যে, এমন অমর্যাদার প্রস্তাবে পাকিস্তান রাজি হয়ে গেল। এগুলো আন্তর্জাতিক ম্যাচ। কোনো ক্লাব ক্রিকেট নয় যে কেউ একজন বলল আর সঙ্গে সঙ্গে সূচি বদলে গেল। ওয়েস্ট ইন্ডিজ কোনো ম্যাচ বাতিল করতে চাইলে অস্ট্রেলিয়া সিরিজে করতে পারত! ওয়েস্ট ইন্ডিজ যা করেছে, তাতে পাকিস্তান ক্রিকেটের মর্যাদাহানি হয়েছে।'সাতদিনের সেরা