kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

এই পিচ আমাদের দেশের জন্য লজ্জা : পোলার্ড

অনলাইন ডেস্ক   

২৭ জুলাই, ২০২১ ১৬:৪০ | পড়া যাবে ২ মিনিটেএই পিচ আমাদের দেশের জন্য লজ্জা : পোলার্ড

ছবি : এএফপি

ঘরের মাঠে তৃতীয় ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ খুঁইয়েছে উইন্ডিজ। এরপর বার্বাডোজের পিচকে 'একদম বাজে' ও 'অযোগ্য' বলে ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া দল বলছে, পিচ ছিল যথেষ্ট ভালো এবং স্পিন সহায়ক। এই পাল্টাপাল্টি বক্তব্যে সিরিজ শেষেও বেশ উত্তাপ ছড়িয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। 

ম্যাচের শেষে পোলার্ড ক্ষোভের সঙ্গে বলেন, 'সিরিজ হারের অজুহাত দিতে চাইছি না। তবে সত্যি হলো, আন্তর্জাতিক ম্যাচে এমন খারাপ পিচ আশা করা যায় না। সেন্ট লুসিয়াতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের পিচ খুব ভালো ছিল। তবে বার্বাডোজের এই পিচ একে বারেই খেলার উপযুক্ত নয়। আন্তর্জাতিক ক্রিকেটের দুটো সেরা দল মুখোমুখি হচ্ছে। তাই ভালো পিচ তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের দেশের জন্য লজ্জা।'

শেষ ম্যাচে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন অ্যাস্টন অ্যাগার। তিনি অবশ্য পিচকে খারাপ বলতে রাজি নন। এই বাঁহাতি স্পিনার বলেন, 'পিচ মোটেও খারাপ ছিল না। ধীর গতিতে বল আসছিল। ফলে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছে। তবে আমাদের জোরে বোলাররাও কিন্তু পিছিয়ে ছিল না। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড পাঁচটি উইকেট নিয়েছে। এতেই বোঝা যায় আমাদের দলের বোলাররা পিচকে ভালো ভাবে বুঝতে পেরেছে।'সাতদিনের সেরা