kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবে ২০৩২ সালের অলিম্পিক আসর

অনলাইন ডেস্ক   

২৪ জুলাই, ২০২১ ০৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবে ২০৩২ সালের অলিম্পিক আসর

আরো একবার অলিম্পিক ফিরছে অস্ট্রেলিয়ায়। ১৯৫৬ সালে মেলবোর্ন আর ২০০০ সালে মর্যাদার এই আসর বসেছিল সিডনিতে। এবার ২০৩২ সালের স্বাগতিক হওয়ার গৌরব অর্জন করেছে অস্ট্রেলিয়ার আরেক শহর ব্রিসবেন।

কাতার, হাঙ্গেরি, জার্মানিকে পেছনে ফেলে বাজিমাত অস্ট্রেলিয়ারই। অলিম্পিকের পাশাপাশি ২০৩২ সালের প্যারালিম্পিকও হবে ব্রিসবেনেই। এ নিয়ে উচ্ছ্বসিত ব্রিসবেনের মেয়র আড্রিয়ান সিরিনার। তিনি বলেন, ‘পাঁচ বছরের প্রচেষ্টায় আমরা সফল হলাম। এই অলিম্পিক কুইন্সল্যান্ডের অর্থনীতিতে ৮.১ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি ঘটাবে।’

অলিম্পিকের এবারের আসর বসেছে জাপানে। গতকাল শুক্রবার ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের উদ্বোধন হয়েছে।সাতদিনের সেরা