kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

দৌড় দিলেন দুইজন; এবার ফসকায়নি ক্যাচ

অনলাইন ডেস্ক   

২৩ জুলাই, ২০২১ ১৭:০৩ | পড়া যাবে ১ মিনিটেদৌড় দিলেন দুইজন; এবার ফসকায়নি ক্যাচ

হারারে স্পোর্টস গ্রাউন্ডে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে দল। দ্বিতীয় ওভারে প্রথম ব্রেক থ্রু দেন মেহেদি হাসান। তার বলে বোল্ড হয়ে যান মারুমানি (৩)। এরপরই ০ রানে জীবন পান রেগিস চাকাভা। তাসকিনের বলে ক্যাচ উঠেছিল। শরীফুল আর মিরাজ দুজনেই দৌঁড় দেন ক্যাচ ধরতে। শেষ পর্যন্ত কেউই ধরতে পারেননি।

৯ বলে ১৪ রান করা সেই চাকাভাকে শরীফুলের তালুবন্দি করেন সাকিব। এবারও দুই ফিল্ডার দৌঁড় দিয়েছিলেন ক্যাচ ধরতে। অন্যজন ছিলেন সৌম্য সরকার। তবে শরীফুল এবার আর ভুল না করে ক্যাচ তালুবন্দি করেন। ৬ ওভারে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ৫০ রান। পাওয়ার প্লেতে ৪৮ রান তুলেছে জিম্বাবুয়ে। হারিয়েছে ২ উইকেট।সাতদিনের সেরা