kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

আমিনুলের বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা

অনলাইন ডেস্ক   

২৩ জুলাই, ২০২১ ১৬:৫৩ | পড়া যাবে ১ মিনিটেআমিনুলের বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা

ছবি : টুইটার

জিম্বাবুয়ে সফরে থাকাকালীন সময়েই দুঃসংবাদ পেয়েছেন তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তার বাবা আব্দুল কুদ্দুছ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এরপরই তাকে দেশে পাঠানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। আমিনুলের বাবার মৃত্যুতে আজ কালো আর্ম-ব্যান্ড পরে খেলছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরতবতা পালন করা হয়েছে।

আমিনুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুছ হৃদরোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর সম্প্রতি তাকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালেই মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। আমিনুলের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান এই বাবার। সিএনজি অটোরিকশা চালিয়ে তিনি ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন।

আজ টসের পর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জিম্বাবুয়ে ও তাদের খেলোয়াড়দের পক্ষ থেকে বিপ্লবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগেই আমিনুল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।সাতদিনের সেরা