kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

টসের পর স্থগিত হলো অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচ!

অনলাইন ডেস্ক   

২৩ জুলাই, ২০২১ ১২:৫৪ | পড়া যাবে ২ মিনিটেটসের পর স্থগিত হলো অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচ!

আর মাত্র কয়দিন পরেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। এখানে তারা পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। তার আগেই করোনাভীতির কারণে উইন্ডিজের সঙ্গে তাদের দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়ে গেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঠে বল গড়ানোর কয়েক মিনিট আগে জানা যায়, একজনের শরীরে করোনা ধরা পড়েছে। ব্যস, স্থগিত হয়ে যায় খেলা।

উইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হননি। সাপোর্ট স্টাফদের একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তির করোনা পজিটিভ আসার খবরে দুই দলকে সঙ্গে সঙ্গে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। নতুন করে আবার সবার কভিড-১৯ পরীক্ষা হবে। সবার নেগেটিভ ফল আসার আগ পর্যন্ত সবাই আইসোলেশনে থাকবেন।

এই ঘটনায় অস্ট্রেলিয়া দলের আগামী সফরসূচিও ঝুঁকিতে পড়েছে। আগামী শনিবার উইন্ডিজের বিপক্ষে তাদের শেষ ওয়ানডে খেলার কথা। আর সবার ফল নেগেটিভ এলেই স্থগিত হওয়া দ্বিতীয় ম্যাচটির নতুন সময়সূচি নির্ধারণ হবে। সেই সিরিজ শেষ হলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসবে অজি দল। এখানে ৭ দিনে তারা খেলবে ৫টি ম্যাচ। ৩ আগস্ট থেকে শুরু হবে সিরিজ।সাতদিনের সেরা