kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

নাসির দম্পতির ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক   

২৩ জুলাই, ২০২১ ১২:১০ | পড়া যাবে ১ মিনিটেনাসির দম্পতির ঈদ শুভেচ্ছা

একটু দেরিতেই ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। বৃহস্পতিবার রাতে তিনি স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে যুগল ছবি পোস্ট করে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। ক্রিকেটারদের প্রায় সবাই বুধবার ও বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা জানালেও নাসির জানালেন ঈদের তৃতীয় দিনের শুরুতে।

বিয়ের পর স্ত্রীর সঙ্গে এটাই নাসিরের প্রথম কোরবানির ঈদ। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে স্ত্রী তামিমার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নাসির লিখেছেন, 'এ বছরের ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ এবং সুখ-সমৃদ্ধি। আল্লাহ সবাইকে অনুগ্রহ করুন। ঈদ মোবারক।'

গত ১৪ই ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় পেশায় বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছিল। নাসির জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। এরপর থেকে নানা বিতর্ক আর ফর্মহীনতায় তিনি জাতীয় দলের বাইরে চলে যান। তবে ঘরোয়া লিগে তিনি নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।সাতদিনের সেরা