kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ওয়ানডেতে ভালো করে সাড়ে ৪ বছর পর টি-টোয়েন্টিতে সোহান

অনলাইন ডেস্ক   

২২ জুলাই, ২০২১ ১৬:২৮ | পড়া যাবে ১ মিনিটেওয়ানডেতে ভালো করে সাড়ে ৪ বছর পর টি-টোয়েন্টিতে সোহান

গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রায় ৫ বছর পর ওয়ানডে ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছিলেন নুরুল হাসান সোহন। মাঠে নেমেই খেলেন ম্যাচ জেতানো ইনিংস। মোহাম্মদ মিঠুনের ধীরগতির ইনিংসের বিপরীতি সোহান দারুণ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। সেই ম্যাচে ভালো করার পুরস্কার হিসেবে এবার তিনি টি-টোয়েন্টি দলেও সুযোগ পেয়েছেন। এছাড়া তিনি সর্বশেষ মৌসুমে ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত খেলেছেন।

২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। প্রায় সাড়ে চার বছর পর তিনি আজ দেশের হয়ে টি–টোয়েন্টিতে মাঠে নামছেন। ওয়ানডে সিরিজে সর্বশেষ ম্যাচে সোহান অপরাজিত থাকেন ৩৯ বলে ৬ চারে ৪৫ রানে। ১২ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে বাংলাদেশ জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধোলাই করে।

বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।সাতদিনের সেরা