kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

বিমানে যে মজার কাণ্ড ঘটালেন দানি আলভেস (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

২২ জুলাই, ২০২১ ১৫:৫২ | পড়া যাবে ১ মিনিটেবিমানে যে মজার কাণ্ড ঘটালেন দানি আলভেস (ভিডিওসহ)

সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার দারুণ এক ক্ষমতা আছে ব্রাজিল তারকা দানি আলভেসের। টোকিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিল ফুটবল দল জাপানের উদ্দেশ্যে বিমানে ওঠে। অলিম্পিকের ফুটবল ইভেন্ট মূলত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। এর বেশি বয়সী কোটায় তিনজনের থাকার সুযোগ আছে। তাই দানি আলভভেসও দলে আছেন। আর বিমানে উঠে তিনি মজার এক কাণ্ড ঘটিয়েছেন।

সোশ্যাল সাইটে আলভেসের পোস্ট করা একটা ভিডিওতে দেখা গেছে, তিনি ব্রাজিলের জার্সি গায়ে ইন্টারকম কানে ধরে বসে আছেন।তার পাশেই বসে আছেন বিমানের একজন ক্রু। তিনি মাইক্রোফনে বলছেন, 'বিমানে আপনাদের স্বাগতম। আমি দানি আলভেস। আপনাদের ফ্লাইট অ্যাটেনডেন্ট!' আলভেসের এই মজার কাণ্ডে তার সতীর্থ এবং ক্রুরা হেসে গড়িয়ে পড়েন।

আলভেস এখন ব্রাজিলের ঘরোয়া ফুটবলের দল সাও পাওলোতে খেলছেন। তিনি পেশাদার ক্যারিয়ারে জিতেছেন রেকর্ড ৪৩ টি শিরোপা। বয়স হয়ে গেছে ৩৮। কিন্তু এখনও তিনি ট্রফির জন্য ক্ষুধার্ত। এই তারকা ডিফেন্ডারের নজর এখন অলিম্পিক সোনা জয়। অনেক ট্রফি জিতলেও অলিম্পিকে সোনা জেতা হয়নি তার। ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলের সোনাজয়ী দলে তিনি ছিলেন না।সাতদিনের সেরা