kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

অনলাইন ডেস্ক   

২১ জুলাই, ২০২১ ১৭:৩৮ | পড়া যাবে ১ মিনিটেটি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

হাঁটুর ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তামিম ইকবাল। তবে সেই একই চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। আপাতত চোট কাটিয়ে উঠতে ৮ সপ্তাহের বিরতি নিচ্ছেন তিনি। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না তার।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালে হাঁটুতে চোট পান তামিম। তবে এরপর কিছুটা সুস্থ হয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন ওয়ানডে অধিনায়ক। কিন্তু একই সমস্যা ফের দেখা দিলে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে যান তিনি। এরপর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও মাঠে নামতে পারেননি।

টেস্ট সিরিজ মিস করলেও চোট নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তামিম। জিম্বাবুয়েকে ধবলধোলাই শেষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিজের না খেলার কথা নিশ্চিত করেছেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তামিম।সাতদিনের সেরা