kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

হাস্যকরভাবে রান-আউট হলেন অন্য এক কোহলি (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

১৭ জুলাই, ২০২১ ১৬:০৪ | পড়া যাবে ২ মিনিটেহাস্যকরভাবে রান-আউট হলেন অন্য এক কোহলি (ভিডিওসহ)

ছবি : ভিডিও থেকে নেওয়া

ক্রিকেট মাঠে কতরকম ভাবেই তো ব্যাটসম্যান আউট হয়ে থাকেন। কোনোটায় বোলারের কৃতিত্ব, কোনোটায় ফিল্ডারের, কোনোটায় ব্যাটসম্যানের ভুল আবার কোনোটা চরম হাস্যকর! ব্যাটসম্যানকে ফুলটস বলে বোল্ড হতে দেখা গেছে। প্রায়শই ফিল্ডারদের অতি সহজ ক্যাচ ছাড়ার ঘটনাও চোখে পড়েছে। সব মিলিয়ে ক্রিকেটের মাঠে বহু হাস্যকর ঘটনার সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। এবার সেই তালিকায় যোগ হল হাস্যকর এক রান-আউট।

এসেক্স লিগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল এপিং সিসি এবং রেইনহ্যাম সিসি। এপিংয়ের ইনিংস চলাকালীন দেখা যায় এমন হাস্যকর রান-আউট। ইনিংসের ৪৪তম ওভারে বল করতে আসেন বি লিটল। প্রথম বলটি ছিল লেগ-স্টাম্পের অনেকটা বাইরে। ব্যাটসম্যান ফ্লিক করার চেষ্টা করলেও বল ব্যাটে লাগেনি। তা চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। ব্যাটসম্যান ক্রিজে দাঁড়িয়েছিলেন। উইকেটকিপার স্বাভাবিক উত্তেজনা বসেই বল স্টাম্পের দিকে ছুড়ে দেন। যদিও তা ব্যাটিং প্রান্তের স্টাম্প মিস করে।

এমন সময় নন-স্ট্রাইকার ব্যাটসম্যান ভাবলেন, এই সুযোগে এক রান চুরি করা যেতে পারে। তাই তিনি দৌড় শুরু করেন। দুর্ভাগ্যের বিষয়, তিনি লক্ষ্য করেননি যে বল বোলিং প্রান্তের স্টাম্পের কাছে চলে গেছে। যতক্ষণে তার হুঁশ ফেরে, ততক্ষণে বল স্টাম্পে লেগে বেল পড়ে গেছে! এই হাস্যকর রান-আউট হওয়া ব্যাটসম্যানের নাম স্বার্থক কোহলি। তিনিই আবার ৭৪ বলে ৪৮ রান করে দলের সর্বোচ্চ স্কোরার।সাতদিনের সেরা