kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

হ্যারি কেনে ব্যর্থ হয়ে লেভানডস্কির জন্য মাঠে নামল সিটি

অনলাইন ডেস্ক   

১৫ জুলাই, ২০২১ ১৮:৫১ | পড়া যাবে ২ মিনিটেহ্যারি কেনে ব্যর্থ হয়ে লেভানডস্কির জন্য মাঠে নামল সিটি

বর্তমান প্রজন্মের সেরা স্ট্রাইকারের কথা বললে সবার প্রথমে যে দুজন ফুটবলারের নাম আসে তাদের একজন হ্যারি কেন এবং অপরজন রবার্ট লেভানডস্কি। প্রথমজনের জন্য ১০০ মিলিয়ন বিড করেও প্রত্যাখ্যাত হতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। তাই এবার দ্বিতীয়জনকে দলে নেওয়ার পরিকল্পনা শুরু করে দিল পেপ গার্দিওলার দল। ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী ম্যান সিটি লেভানডস্কিকে দলের নেওয়ার বিষয়ে পরিকল্পনা শুরু করেছে।

বায়ার্ন মিউনিখের সঙ্গে এখনও দুই বছরের চুক্তি বাকি আছে লেভানডস্কির। তবে নতুন চুক্তি স্বাক্ষর করার বিষয়ে এখনও তিনি কোনো রকম আগ্রহ না দেখানোয় জল্পনা বাড়ছে। বায়ার্নের নতুন ম্যানেজার জুলিয়ান নাগেলসম্যান স্বীকার করেছেন যে, অনেক দলই তাদের তারকা স্ট্রাইকারকে দলে নিতে ইচ্ছুক। তিনি 'স্কাই জার্মানি'কে বলেছেন, 'বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই সব সময়ই তার দলবদল নিয়ে কথা শোনা যায়। আমার মনে হয় তার মতো একজন ফুটবলারের ক্ষেত্রে এটা স্বাভাবিক।'

ম্যান সিটিতে যোগ দিলে ফের লেভানডস্কি-পেপ গার্দিওলা যুগলবন্দি দেখা যেতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। উল্লেখ্য, চলতি বছর মে মাসে লেভানডস্কি নিজের দল পরিবর্তন সম্পর্কে বলেছিলেন, 'দলবদলের বিষয়ে আমি খোলা মনে কথা বলতে পছন্দ করি। আমি সব সময়ই নতুন সংস্কৃতির বিষয়ে জানতে, নতুন ভাষা শিখতে আগ্রহী। তবে সেটা ফুটবলের ক্ষেত্রে হবে না অবসরের পরে হবে, সেই বিষয়ে আমিও নিশ্চত নই।'সাতদিনের সেরা