kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

ব্যালন ডি'অর জয়ের আশায় পিএসজি ছাড়বেন এমবাপ্পে?

অনলাইন ডেস্ক   

৬ জুলাই, ২০২১ ১২:১১ | পড়া যাবে ২ মিনিটেব্যালন ডি'অর জয়ের আশায় পিএসজি ছাড়বেন এমবাপ্পে?

ফিফা বর্ষসেরা হওয়ার আশায় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। কারণ বার্সায় তিনি নাকি মেসির ছায়ায় ঢাকা পড়েছিলেন। কিন্তু চার বছর হয়ে গেলেও নেইমারের বর্ষসেরা হওয়া হয়নি। সাম্প্রতিককালে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে স্প্যানিশ লিগে আসার খবর শোনা যাচ্ছে। সেই খবরে আরও হাওয়া দিলেন নিকোলাস আনেলকা।

ক্যারিয়ারের শুরুতে পিএসজিতে খেলা নিকোলাস আনেলকা মনে করেন, এমবাপ্পের উচিত ফরাসি লিগ ছেড়ে আরও কঠিন কোনো লিগে যোগ দেওয়া। যাতে সে নিজেকে বর্ষসেরা হওয়ার জন্য প্রস্তুত করতে পারে। তিনি বলেছেন, 'আপনি যদি খেলোয়াড় হিসেবে সেরা পুরস্কারগুলো জিততে চান, তাহলে আপনাকে কোনো না কোনো সময় পিএসজি ছাড়তেই হবে। দিনশেষে মানুষ বাইরের লিগে খেলে কী করেছেন, সেটাই দেখতে চাইবে। আমার মনে হয়, সেরা লিগ ইংল্যান্ডে।'

বড় লিগে না খেললে কখনোই নিন্দুকদের মুখ বন্ধ করা যাবে না বলে মনে করছেন আনেলকা, 'প্যারিসে যা করা যায়, সব ভালো। কিন্তু তারপরও কেউ না কেউ থাকবেই, যে এসে বলবে, "হ্যাঁ, আপনি ভালো খেলছেন ঠিকই, কিন্তু ওটা তো ফরাসি লিগ। আর সেরা লিগের খেলাগুলো ইংল্যান্ড আর স্পেনে হয়ে থাকে। অর্থাৎ আপনি সেরা লিগে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলছেন না।" ফরাসি লিগ সহজ কোনো লিগ নয়, আমাকে ভুল বুঝবেন না।'সাতদিনের সেরা