kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ উপহার ধোনির

অনলাইন ডেস্ক   

৫ জুলাই, ২০২১ ১১:৫১ | পড়া যাবে ১ মিনিটেবিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ উপহার ধোনির

দেখতে দেখতে মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির বিয়ের ১১ বছর কেটে গেল। রবিবার বিবাহবার্ষিকীতে স্বভাবতই শুভেচ্ছার বন্যায় ভাসলেনও সাবেক ভারত অধিনায়ক। তবে একই সঙ্গে এই বিশেষ দিনে স্ত্রী সাক্ষীকে উপহার দিতেও ভুলেননি ধোনি। সাক্ষী নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে সেকথা জানিয়েছেন।

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে হাল-ফ্যাশনের দামী উপহার দিতে দেখা যায় বহু তারকাকেই। কিন্তু ধোনি অবশ্য সেই রাস্তায় হাঁটলেন না। নিজেদের ১১ তম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাক্ষীকে গাড়ি উপহার দিলেন বটে, তবে সেটা বিলাসবহুল আধুনিক গাড়ি নয়। বরং বহু পুরনো মডেলের একটি গাড়ি, যা বর্তমান সময়ে দেখা যায় না বললেই চলে। এমন উপহার পেয়ে খুশি ধোনির স্ত্রী সাক্ষীও।

নিজেই উপহারের কথা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সাক্ষী। সেই সুবাদেই ধোনির এমন উপহারের কথা জানতে পারলেন ভক্তরা। ইনস্টাগ্রামে একটি ‘ভিন্টেজ কার’ এর ছবি পোস্ট করেন সাক্ষী। ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর উপহারের জন্য ধন্যবাদ।’সাতদিনের সেরা