kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

ভারতের লজ্জা নিবারণ করল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক   

২ জুলাই, ২০২১ ১৫:১৮ | পড়া যাবে ২ মিনিটেভারতের লজ্জা নিবারণ করল শ্রীলঙ্কা

ছবি : এএফপি

ভারত এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তিন ফরম্যাটেই তারা সমান শক্তিশালী। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে তাদের একটা লজ্জার রেকর্ড আছে। মানে এতদিন সেই লজ্জাটা তাদেরই ছিল। এবার তাদেরকে সেই লজ্জার হাত থেকে রক্ষা করল শ্রীলঙ্কা। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে নাকানিচুবানি খাওয়ার পর লঙ্কান দল ওয়ানডে সিরিজেও প্রথম দুই ম্যাচ হেরে গেছে। এতেই বাঁচল ভারত।

সিরিজের প্রথম ম্যাচ হেরে ভারতের সমান ৪২৭ পরাজয় হয় শ্রীলঙ্কার। আর গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যাওয়ায় লঙ্কানদের পরাজয়ের সংখ্যা দাঁড়ায় ৪২৮ ম্যাচ। এর মাধ্যমে তারা শীর্ষে উঠে গেছে। পরাজয়ের তালিকায় ভারত-শ্রীলঙ্কার পরের নামটি পাকিস্তান। তারা হেরেছে ৪১৪টি ওয়ানডে ম্যাচ। এই তিনটি দেশই ৫০ ওভারের ম্যাচ সবচেয়ে বেশি খেলেছে। বাংলাদেশ ১৩৩ জয়ের বিপরীতে হেরেছে ২৪৫ ম্যাচ।

 শ্রীলঙ্কা ৩৯০ জয়ের বিপরীতে হারল ৪২৮টি ওয়ানডে ম্যাচ। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৫৭৯ জয় অস্ট্রেলিয়ার। এরপরই রয়েছে ৫১৬ ম্যাচ জেতা ভারত। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ জয় অস্ট্রেলিয়ার, ৩৯৪টি। তাদের পরের অবস্থান ইংল্যান্ডের, ৩৭৭ জয়। সাদা পোশাকের ক্রিকেটে শুধু এ দুই দেশই জিতেছে তিনশর বেশি ম্যাচ। সবচেয়ে বেশি পরাজয় ইংল্যান্ডের, ৩০৯ ম্যাচে। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্কর‍ণে সবচেয়ে বেশি ১০৪ জয় পাকিস্তানের। শুধুমাত্র তারাই জিতেছে একশর বেশি ম্যাচ। সাতদিনের সেরা