kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

উইম্বলডন থেকে সেরেনার পর ভেনাসের বিদায়

অনলাইন ডেস্ক   

১ জুলাই, ২০২১ ১৯:৩৭ | পড়া যাবে ১ মিনিটেউইম্বলডন থেকে সেরেনার পর ভেনাসের বিদায়

ছবি : এএফপি

পা পিছলে পড়ে গিয়ে মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস বিদায় নেওয়ার একদিন পরেই উইম্বলডন থেকে ছিটকে গেলেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। ৪১ বছরের ভেনাস নিজের ৯০তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন। সেখানে টিউনিশিয়ার ওন্স জাবেউরের কাছে ৫-৭, ০-৬ গেমে হেরে যান। হারের পর বলেছেন, বোন সেরেনার চোট পেয়ে ছিটকে যাওয়া তার খেলায় প্রভাব ফেলেছে।

এই প্রথমবার উইলিয়ামস বোনেদের কেউ উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারলেন না। শেষবার এরকম হয়েছিল ১৯৯৮ সালে। ওই আসরে সেরেনার গ্র্যান্ড স্ল্যামে অভিষেক হয়েছিল। ভেনাস ম্যাচের পর জানান, চোখের জলে ছোট বোনকে বিদায় নিতে দেখা মেনে নিতে পারেননি।

প্রথম রাউন্ডে কোর্টে পিছলে পড়ে চোট পেয়ে অবসর নিয়েছিলেন সেরেনা। ভেনাস এখনও প্রতিযোগিতায় টিকে। মিক্সড ডাবলস খেলবেন নিক কিরিয়সের সঙ্গে। ভেনাস বলেন, 'ওই জিনিস দেখতে পারিনি। আমার কাছে বড় ধাক্কা ছিল। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও এক লহমায় ছিটকে যাওয়ার অনুভূতি ঠিক কেমন, সেটা আমি জানি।'সাতদিনের সেরা