kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

ভনের মতে, কোহলিদের চেয়ে নারী ক্রিকেটাররা অনেক ভালো!

অনলাইন ডেস্ক   

১ জুলাই, ২০২১ ১৮:০৬ | পড়া যাবে ২ মিনিটেভনের মতে, কোহলিদের চেয়ে নারী ক্রিকেটাররা অনেক ভালো!

ভারতীয় ক্রিকেট দলকে ঠাট্টা তামাশা করায় মাইকেল ভনের জুড়ি নেই। তিনি সুযোগ পেলেই ভারতীয় ক্রিকেট নিয়ে খোঁচা মারেন। এমনিতেই নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৮ উইকেটে হেরে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের মন খারাপ। তাদের সমর্থকেরাও চটে আছেন। এ সুযোগে কোহলিদের কাটা ঘায়ে আরো লবণ ছিটিয়ে দিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি এবার কোহলিদের নারী দলের চেয়েও খারাপ বলেছেন!

এই মুহূর্তে ভারতের নারী ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ভন টুইটারে কোহলিদের খোঁচা দিয়ে লিলেন, 'ভারতীয় নারী দল আজ দারুণ খেলছে। অন্তত একটা ভারতীয় দল ইংলিশ কন্ডিশনে ভালো খেলছে দেখেই ভালো লাগছে!' কোহলিদের ভারত যে ইংল্যান্ডের পরিবেশে একদমই ব্যর্থ, সেই খোঁচা দিয়েই তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কোহলিদের চেয়ে নারী দলের পারফরমেন্স অনেক ভালো!

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউই পেসারদের সামনে ভারত দুই ইনিংস মিলিয়ে স্কোরবোর্ডে তোলে ২১৭ এবং ১৭০ রান। কোনো ভারতীয় ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ স্কোর ছিল আজিঙ্কা রাহানের ৪৯। ৮ উইকেটে ম্যাচ হারে ভারত। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় নারী দল ২২১ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে অপরাজিত ৭৩* রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় এনে দেন চলতি সিরিজেই অভিষিক্ত সোফিয়া ডাঙ্কলে।সাতদিনের সেরা