kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

করোনা নেগেটিভ টাইগাররা অনুশীলনে নামছেন আজই

অনলাইন ডেস্ক   

১ জুলাই, ২০২১ ০৯:২৮ | পড়া যাবে ১ মিনিটেকরোনা নেগেটিভ টাইগাররা অনুশীলনে নামছেন আজই

জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। ফলে অনুশীলনে নামতে কোনো বাধা নেই। বৃহস্পতিবার থেকেই হারারেতে অনুশীলন শুরু করবে টাইগাররা। 

করোনাকালে এবারই প্রথম কোয়ারেন্টিনের বাধ্যবাধকতাহীন এক সফরে গেল বাংলাদেশ। ফলে সফরে গিয়ে প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই ব্যাট-বল হাতে মাঠে নামার সুযোগ পেয়েছে ক্রিকেটাররা। ২৮ জুন দিবাগত রাতে বাংলাদেশ ছাড়ে টাইগাররা। পরে কাতারের দোহা ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হয়ে যেতে হয়েছে জিম্বাবুয়েতে।

হারারেতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই। টেস্টের পর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।সাতদিনের সেরা