kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

অবশেষে সৌরভ বললেন, 'বিশ্বকাপ হবে আমিরাতে'

অনলাইন ডেস্ক   

২৮ জুন, ২০২১ ১৭:০৬ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে সৌরভ বললেন, 'বিশ্বকাপ হবে আমিরাতে'

আগেই জানা গিয়েছিল, ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানো হবে। এবার কথাটি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মুখ থেকে শোনা গেল। হ্যাঁ, চলতি বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এক টিভি চ্যানেলে এই তথ্য নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলী।

ভারতে করোনা সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই বিসিসিআই জানিয়েছিল যে, আইপিএল ভারত থেকে সরিয়ে আমিরাতে আয়োজন করা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপও সরিয়ে নিয়ে যাওয়ার জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে বোর্ডের একাংশ আবার টুর্নামেন্ট হাতছাড়া করতে রাজি ছিল না। কিন্তু আইসিসির চাপে পড়ে তারা মানতে বাধ্য হয়।

এরপর বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তা দুবাই গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসেন। সৌরভের পাশাপাশি এক ওয়েবসাইটে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, 'করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট আমিরাতে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতে এখন করোনার ডেলটা ভেরিয়েন্ট পাওয়া গেছে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।'সাতদিনের সেরা