kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়া উচিত ছিল দুবাইয়ে'

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ২২:০০ | পড়া যাবে ২ মিনিটে'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়া উচিত ছিল দুবাইয়ে'

সাউদাম্পটনে টেস্ট ফাইনালের চতুর্থ দিনেও আজ এই দৃশ্য দেখা যায় মাঠে। ছবি : আইসিসি

বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচের প্রথম দিন। টস পর্যন্ত হতে পারেনি। আজ সোমবার চতুর্থ দিনেও একই অবস্থা। পুরো দিনে একটা বলও মাঠে গড়ায়নি। মাঝের দুই দিন খেলা হলেও বারবার হানা দিয়েছে বৃষ্টি। চার দিনে দুই দলের ইনিংস মিলিয়ে ১৪১.১ ওভার খেলা হয়েছে। বৃষ্টির জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই ভেস্তে যেতে বসেছে। আর দর্শক-সমর্থকেরা বেজায় চটেছেন আইসিসির ওপর। এমন একটা সময়ে ইংল্যান্ডে কেন আয়োজন করা হলো ইতিহাসের প্রথম এই ফাইনাল?

দর্শকদের পাশাপাশি সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনও বেজায় চটেছেন। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। এই সময়ে ইংল্যান্ডে এমনিতেও বর্ষাকাল। গোটা দেশ জুড়ে কম-বেশি বৃষ্টি হতেই থাকে। তাই এই সময়ে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা একেবারেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মনে করেন কেভিন পিটারসেন। তিনি টুইটে লিখেছেন, 'আমার এটা বলতে খারাপ লাগছে, তবে এ রকম গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ যুক্তরাজ্যে করা ঠিক হয়নি।'

এক ক্রিকেটভক্ত পিটারসেনের এই বক্তব্যের কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, 'কারণ একটি খুব গুরুত্বপূর্ণ খেলা বৃষ্টিতে ভেস্তে গেল! আগে থেকে আবহাওয়ার কথা কিছুই বলা যায় না। তবে এই ম্যাচে যে রকম আবহাওয়ার দরকার ছিল, সেই নিশ্চয়তাটা কিন্তু এখানে ছিল না। আমার মনে হয়, এই ধরনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ম্যাচের জন্য সব সময়ে আদর্শ জায়গা দুবাই। অসাধারণ স্টেডিয়াম, আবহাওয়া নিয়ে সমস্যা নেই। অনুশীলন করার খুব ভালো ব্যবস্থার পাশাপাশি আছে বেড়ানোর জায়গা। আইসিসির কার্যালয়ও স্টেডিয়ামের পাশেই।'সাতদিনের সেরা