kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

যমজ সন্তানের বাবা হলেন উসাইন বোল্ট; নাম নিয়ে হৈচৈ!

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ১৭:৪৬ | পড়া যাবে ১ মিনিটেযমজ সন্তানের বাবা হলেন উসাইন বোল্ট; নাম নিয়ে হৈচৈ!

ছবি : ইনস্টাগ্রাম

ট্র্যাকের রাজা উসাইন বোল্ট এবার যমজ সন্তানের বাবা হলেন। রবিবার তার স্ত্রী কাসি বেনেট সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেছেন। সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে তাদের যমজ সন্তানদের নাম। বোল্ট তার দুই যমজ সন্তানের নাম রেখেছেন 'থান্ডার বোল্ট' এবং ‘সেন্ট লিও বোল্ট’। বোল্টকেই তো ডাকা হয় 'জ্যামাইকান থান্ডার বোল্ট' নামে।

সোশ্যাল সাইটে পোস্ট করা ছবিতে বোল্ট দম্পতির প্রথম সন্তান অলিম্পিয়া লাইটনিং বোল্টকেও দেখা যাচ্ছে। বাবা দিবস উপলক্ষে কাসি এই ছবি পোস্ট করে বোল্টের উদ্দেশে লিখেছেন, 'তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে তোমায় ভালোবাসি।'

ইংরেজিতে থান্ডারের অর্থ মেঘের গর্জন এবং লাইটনিংয়ের অর্থ বজ্রপাত। বোল্টের সন্তানদের এ রকম নাম দেখে মজা পেয়েছেন তার ভক্তরা। একজন লিখেছেন, 'লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে যাচ্ছে?' আরেকজন লিখেছেন, 'তোমার নাম বোল্ট এবং তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম সাজে।'সাতদিনের সেরা