kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

'ফাইনালে ৫ উইকেট নেওয়া দারুণ কিছু'

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটে'ফাইনালে ৫ উইকেট নেওয়া দারুণ কিছু'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একাই পাঁচ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন কাইল জেমিসন। কিউই পেসারদের তোপে গতকাল রবিবার সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে ২১৭ রানে অল-আউট হয় ভারত। বল হাতে নিউজিল্যান্ডের পক্ষে ৩১ রানে ৫ উইকেট নেন জেমিসন। প্রথমবার আয়োজিত ফাইনালে ৫ উইকেট নিতে পেরে তিনি বেজায় খুশি।

টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জেমিসন বলেন, 'টেস্ট ক্রিকেটের জন্য ভালো দিন ছিল। তারা খুব ভালো ব্যাট করেছে। অফ সাইডের বাইরের বল ছেড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল স্টাম্পে বল করে যাওয়া। লম্বা সময় ধরে আমরা তা করেছি। পাঁচ উইকেট নিতে পেরে আমি দারুণ খুশি। কারণ এটি ফাইনালের মঞ্চ। সেখানে ভারতের মতো ব্যাটসম্যানদের কুপোকাত করা সত্যিই অনেক বড় ব্যাপার।'

ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, জেমিসনের এত ভালো পারফরমেন্সের পেছনে কিন্তু একটা বড় কারণও আছে। লম্বা বোলারদের বিপক্ষে কোহলিদের পারফরমেন্স একেবারেই ভালো নয়। সেখানে বিশাল লম্বা কাইল জেমিসনের হাই রিলিজ পয়েন্ট ২.২২ মিটার। দ্বিতীয় ইনিংসেও ভালো বল করার ব্যাপারে আশাবাদী জেমিসন, 'প্রথম ইনিংসের পারফরমেন্সে আমি খুশি। তাই দ্বিতীয় ইনিংসেও ভালো বল করতে চাই।'সাতদিনের সেরা