kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

চুল কাটতে হোটেলে নাপিত, বিপাকে চিলির দুই ফুটবলার

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ১৪:৫১ | পড়া যাবে ১ মিনিটেচুল কাটতে হোটেলে নাপিত, বিপাকে চিলির দুই ফুটবলার

উদ্বেগজন করোনা পরিস্থিতির মধ্যেই ব্রাজিলে চলছে কোপা আমেরিকার আসর। দেশটিতে করোনা সংক্রমণের ঘটনা প্রতিদিনই ঘটছে। টুর্নামেন্টে অংশ নেওয়া কয়েকটি দলেও হানা দিয়েছে করোনা। এর পরেও সেখানে করোনা-বিধি ভেঙেছেন চিলির ফুটবলাররা।

বায়ো-বাবলে মধ্যেই তারা এক নাপিতকে হোটেলে আমন্ত্রণ করেছিলেন। এমন কাণ্ড করার পর অবশ্য কোনো খেলোয়াড় বা স্টাফ করোনা পজিটিভ হননি বলে জানিয়েছে চিলিয়ান ফুটবল ফেডারেশন। তবে টুর্নামেন্টের মধ্যে প্রটোকল ভাঙায় শাস্তির মুখোমুখি হচ্ছেন অভিযুক্ত খেলোয়াড়রা।

চিলিয়ান ফুটবল সংস্থাটি কারো নাম না জানালেও দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, ইন্টারমিলান মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও অধিনায়ক গ্যারি মেদেল এই কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত!

চিলিয়ান ফুটবল ফেডারেশন ঘটনা স্বীকার করেছে। একই সঙ্গে ক্ষমা চেয়ে তারা বলেছে, অভিযুক্তদের অবশ্যই জরিমানা করা হবে।

অবশ্য এর আগে চিলিয়ান সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে, ভিদাল ও মেদেল টিম হোটেলে অননুমোদিত একজনকে নিয়ে প্রবেশ করেছেন। এর পরেই বিবৃতি দিতে বাধ্য হয় দেশটির ফুটবল ফেডারেশন।সাতদিনের সেরা