kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

কোহলির ফাঁদে পা না দেওয়া সেই জেমিসনই ধসিয়ে দিল ভারতকে

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ১২:২৯ | পড়া যাবে ১ মিনিটেকোহলির ফাঁদে পা না দেওয়া সেই জেমিসনই ধসিয়ে দিল ভারতকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। আইপিএলের ঠাঁসা সূচির মধ্যেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরে নিয়েছিলেন। চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে ডিউক বলে। আইপিএল চলাকালে এই ডিউক বলে প্রস্তুতি নিয়েছিলেন জেমিসন।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গলুরুতে যোগ দেওয়া সময় নিউজিল্যান্ড থেকেই কয়েকটি বল নিয়ে এসেছিলেন জেমিসন। সময় পেলেই নিজেকে ঝালিয়ে নিতেন সেই বলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। বেঙ্গালুরুর নেট অনুশীলনে জেমিসনের সেই ডিউক বলে অনুশীলন করতে চেয়েছিলেন বিরাট কোহলি। মূলত ডিউক বলে জেমিসনকে খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা সেরে নিতে চেয়েছিলেন কোহলিও। তবে অধিনায়কের পাতা সেই ফাঁদে পা দেননি জেমিসন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সেই জেমিসনের বোলিংয়েই নাকাল হয়েছে কোহলি ও ভারত। জেমিসন নিয়েছেন ৫টি উইকেট। এর মধ্যে রয়েছে বিরাট কোহলির উইকেটটিও। তার দুর্দান্ত বোলিংয়ে অলআউট হয়ে গেছে ২১৭ রানে। জবাবে ২ উইকেটে ১০১ রানে তৃতীয় দিন শেষ করেছে কিউইরা।সাতদিনের সেরা