kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

অলিম্পিক খেলতে জাপানে আসা উগান্ডার অ্যাথলেট করোনা পজিটিভ

অনলাইন ডেস্ক   

২০ জুন, ২০২১ ১২:৪১ | পড়া যাবে ১ মিনিটেঅলিম্পিক খেলতে জাপানে আসা উগান্ডার অ্যাথলেট করোনা পজিটিভ

আসন্ন অলিম্পিকে অংশ নিতে জাপান পৌঁছেছেন উগান্ডার অ্যাথলেটরা। তবে দেশটিতে প্রবেশের পর করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন উগান্ডা দলের এক সদস্য। যে কারণে তাকে বিমানবন্দর থেকে সেন্ট্রাল জাপানে যেতে দেওয়া হয়নি। 

অলিম্পিকে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে এটিই প্রথম করোনা শনাক্তের ঘটনা। উগান্ডার মোট নয়জনের দল শনিবার রাতে টোকিওর নারিতা বিমানবন্দরে পৌঁছেছে। সেখানে একজন ছাড়া বাকি সবারই করোনা নেগেটিভ এসেছে। বাকি ৮ জনকে ওসাকায় পাঠানো হয়েছে।

করোনা পজিটিভ হওয়া সেই অ্যাথলেটের নাম প্রকাশ করা হয়নি। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। একজনের করোনা পজিটিভ হওয়ার খবরে টোকিও অলিম্পিক স্থগিত করার দাবি উঠেছে আবারো। বিরোধী দলীয় আইনপ্রণেতা লেজিসলেটর তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘এখন মাত্র নয়জন এসেছে। অলিম্পিকের জন্য ১ লাখ মানুষ আসবে। এটি আমাদের শিশুদের জন্য কেমন একটা অভিজ্ঞতা হবে তা নিয়ে কথা বলে সময় নষ্ট করারও সময় নেই।’সাতদিনের সেরা