kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

করোনা নেগেটিভ হয়ে স্প্যানিশ দলে যোগ দিলেন বুসকেটস

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ১৬:১৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনা নেগেটিভ হয়ে স্প্যানিশ দলে যোগ দিলেন বুসকেটস

কোভিড-১৯ নেগেটিভ হয়ে স্পেনের ইউরো দলে যোগ দিয়েছেন অধিনায়ক সার্জিও বুসকেটস। করোনায় আক্রান্ত হওয়ায় সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। গত ৬ জুন কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন বুসকেটস। এরপর তাকে মাদ্রিদের অনুশীলন ক্যাম্প থেকে বার্সেলোনায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হয়।

স্প্যানিশ জাতীয় দলের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বাসুকয়েটস স্প্যানিশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন। পোল্যান্ডের বিপক্ষে রবিবার স্পেনের পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামছেন বলে নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে সেভিয়ায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে সুইডেনের সাথে গোলশুন্য ড্র করে ইউরো আসর শুরু করেছে স্পেন। পোল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফিরে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের লক্ষ্যে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা। আর এই লক্ষ্যে অধিনায়কের দলে ফেরা নি:সন্দেহে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।সাতদিনের সেরা