kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

ডিপিএল: সুপার লিগ পর্বের শুরুতেই বৃষ্টির হানা

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ১১:২৪ | পড়া যাবে ১ মিনিটেডিপিএল: সুপার লিগ পর্বের শুরুতেই বৃষ্টির হানা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের খেলা শনিবার থেকে মাঠে গড়িয়েছে। তবে ম্যাচ শুরু হতে না হতেই হানা দিয়েছে বৃষ্টি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মুখোমুখি হয়েছে। সকালে টস হেরে ব্যাটিং করতে নামে প্রাইম দোলেশ্বর। কিন্তু ১ দশমিক ৩ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। তাই ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বিকেএসপির ৩ নম্বর মাঠের লিজেন্ড অব রূপগঞ্জ বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচটিও। আজ আরও দুইটি ম্যাচ রয়েছে। দুপুর দেড়টায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল। সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।সাতদিনের সেরা