kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

ইনজুরি থেকে ফিরেই নায়ক ডি ব্রুইনে; গোল করলেন, করালেনও

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ১৪:৩৫ | পড়া যাবে ১ মিনিটেইনজুরি থেকে ফিরেই নায়ক ডি ব্রুইনে; গোল করলেন, করালেনও

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনে। এবারের ইংলিশ লিগের সেরা এই ফুটবলার দেশের হয়ে মাঠে নেমেই খেলার চিত্র বদলে দেন। ইউরোতে বৃহস্পতিবার রাতের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে পিছিয়ে পড়া বেলজিয়ামকে এনে দিলেন দারুণ এক জয়।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে বেলজিয়াম। টানা দুই জয়ে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় উঠল বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ দলটি।

ম্যাচ শুরুর ৯৯ সেকেন্ড পরই পিছিয়ে পড়ে বেলজিয়াম। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ডেনমার্ককে এগিয়ে দেন ইউসুফ পোলসেন। পোলসেনের ৯৯ সেকেন্ডের এই গোল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুততম গোলটি ৬৫ সেকেন্ডে। ২০০৪ আসরে গ্রিসের বিপক্ষে করেছিলেন রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো।

ম্যাচের ৫৫তম মিনিটে ডি ব্রুইনের পাসে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান থরগান হ্যাজার্ড।
আর ম্যাচের ৭০তম মিনিটে এইডেন হ্যাজার্ডের পাসে গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন ডি ব্রুইনে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম। একই দিনে একই সময়ে মুখোমুখি হবে রাশিয়া ও ডেনমার্ক।সাতদিনের সেরা