kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আজ, ভারতের একাদশ ঘোষণা

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ১০:৪০ | পড়া যাবে ১ মিনিটেটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আজ, ভারতের একাদশ ঘোষণা

ছবি: আইসিসি

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ফাইনালের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ ঘোষণা করেছে ভারত।

বর্তমানে টেস্ট র‌্যাকিংয়ের শীর্ষ দল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের কন্ডিশনে দলটির পেস আক্রমণ ভয়ংকর হয়ে উঠতে পারে কোহলিদের জন্য। সেই কথা মাথায় রেখেই একাদশ সাজিয়েছে ভারত।

ফাইনালের জন্য ভারতের একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।

ভারত একাদশ ঘোষণা করলেও নিউজিল্যান্ড করেনি। ম্যাচের আগ মুহূর্তে জানা যাবে কিউইদের একাদশ। বৃষ্টির সম্ভাবনা থাকায় এই ম্যাচে এক দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্যাচ ড্র হলে বা অমীমাংসিতভাবে শেষ হলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

সূত্র: ক্রিকবাজসাতদিনের সেরা