kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

অনুশীলনে ফিরলেন ডি ব্রুইন

অনলাইন ডেস্ক   

১৫ জুন, ২০২১ ২০:১১ | পড়া যাবে ১ মিনিটেঅনুশীলনে ফিরলেন ডি ব্রুইন

ছবি : এএফপি

তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন কিনা- তা নিয়ে বেশ চিন্তায় ছিল বেলজিয়াম শিবির। ভক্তদেরও মন খারাপ ছিল। অবশেষে নতুন আশা জেগেছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। গতকাল সোমবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেন। মঙ্গলবার ও বুধবার অনুশীলনে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

ইউরোতে আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের মুখোমুখি হবে ডেনমার্ক। ওই ম্যাচে ডি ব্রুইন খেলতে পারবেন কিনা তা জানা যাবে বুধবার। দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে দীর্ঘ দিন ধরেই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম এখনও বড় কোনো শিরোপা জেতেনি। এর মাঝে টানা দুইবারের ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ডি ব্রুইনকে হারানো তাদের জন্য বড় ধাক্কা বটে।

উল্লেখ্য, গত ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় ডি ব্রুইনের। তার বাম অক্ষিকোটরের হাড়ে চিড় ধরা পড়েছিল। সফল অস্ত্রোপচারের পর বাড়িতে এক সপ্তাহ বিশ্রাম শেষে তিনি জাতীয় দলে যোগ দেন। তবে এতদিন অনুশীলন করেননি। তাকে ছাড়াই গত শনিবার রাশিয়াকে  ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করে বেলজিয়াম।সাতদিনের সেরা