kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

ফাইনালের আগে ভারতকে পেছনে ফেলল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক   

১৪ জুন, ২০২১ ১৭:৫০ | পড়া যাবে ১ মিনিটেফাইনালের আগে ভারতকে পেছনে ফেলল নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই আইসিসি র‌্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেলল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতকে টপকে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের নিউজিল্যান্ড এখন শীর্ষে। শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেল ভারত। ফলে বিশ্বের এক নম্বর দল হিসেবে আগামী ১৮ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে নিউজিল্যান্ড।

রবিবার বার্মিংহামে ইংল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় কিউইরা। সিরিজ জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নেয় কিউইরা। নিউজিল্যান্ডের নামের পাশে ১২৩ রেটিং শোভা পাচ্ছে। ১২১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে ভারত।

১০৮ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। পরের পাঁচটি স্থানে রয়েছে যথাক্রমে- ইংল্যান্ড (১০৭), পাকিস্তান (৯৪), ওয়েস্ট ইন্ডিজ (৮৪), দক্ষিণ আফ্রিকা (৮০) ও শ্রীলঙ্কা (৭৮)। ৪৬ রেটিং নিয়ে নবম স্থানে বাংলাদেশ। দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়েও শীর্ষে নিউজিল্যান্ড। সেখানে তাদের রেটিং ১২১।সাতদিনের সেরা