kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

নিষিদ্ধ রবিনসনকে আরেকটি সুযোগ দিতে বললেন হোল্ডিং

অনলাইন ডেস্ক   

১০ জুন, ২০২১ ২২:০৭ | পড়া যাবে ২ মিনিটেনিষিদ্ধ রবিনসনকে আরেকটি সুযোগ দিতে বললেন হোল্ডিং

গত ২ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনের। সেটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে গেল! কারণ ওই টেস্টের পরই রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।প্রথম দিনের খেলা চলাকালীন রবিনসনের ২০১২ সালের পুরনো কিছু বর্ণবাদী ও বিদ্বেষমুলক টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওইসব টুইটে সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততাসহ নারীদের প্রতি অবমাননাকর কিছু লেখা ছিল । যা চোখ এড়ায়নি ইসিবির। আন্তর্জাতিক ক্রিকেটে রবিনসনকে নিষিদ্ধ করে ইসিবি। তবে রবিনসনের পাশে এসে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। তিনি বলেন, 'রবিনসনকে আরও একটি সুযোগ দেয়া উচিত।'

টেস্টে ২৪৯ উইকেট শিকারী হোল্ডিং আরও বলেন, '৮-৯ বছর আগে টুইট করেছিলেন রবিনসন। ওই টুইটের পরও কি রবিনসন আবারো একই মন্তব্য করেছিল এবং এই ধরনের টুইট করেছিল? সেটি ইসিবি খতিয়ে দেখা উচিত। ৮-৯ বছর আগে করা টুইটের পর সে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিতে পারে। আমি মনে করি, এতে তার বিরুদ্ধে কঠোর হওয়া ঠিক হবে না।'

রবিনসনকে নিষিদ্ধের পাশাপাশি তদন্তের ঘোষণাও দিয়েছে ইসিবি। সেই তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করতে বলেছেন হোল্ডিং। এই কিংবদন্তি পেসার বলেন, 'তাকে খেলতে দিলে খেলা চলাকালীন তদন্তে অনেক কিছু বের হতে পারে। তাই তাকে নিষিদ্ধ করা হয়েছে। তবে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।'সাতদিনের সেরা